দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনার অগ্রগতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যার ফলে দখলীকৃত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে ৩,৪০০টি নতুন ইসরায়েলি বসতির নির্মাণ কার্যক্রম শুরু করা হবে।
এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জমি আমাদের। আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি।
এই পরিকল্পনার আওতায় এমন একটি করিডোর তৈরি হবে, যা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীরের বড় একটি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এর ফলে পশ্চিম তীরের হাজারো ইসরায়েলি বসতির মধ্যে সংযোগ স্থাপন সহজ হবে, অথচ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। তখন থেকেই ওইসব এলাকায় গড়ে ওঠা ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক সংস্থা এবং অধিকাংশ দেশ এই বসতিগুলোর বৈধতা স্বীকার করে না।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/শআ