রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এক সপ্তাহ পর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।
শুক্রবার রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে সংযুক্ত করা হয়। একই আদেশে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, “গোয়ালন্দের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময়ই চ্যালেঞ্জিং ছিল। আমি চেষ্টা করেছি দায়িত্ব পালনে সর্বোচ্চ দিতে। গত শুক্রবার ইমান আকিদা রক্ষা কমিটির কর্মসূচি নিয়ন্ত্রণেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে।”
রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, এটি নিয়মিত বদলির অংশ। বদলি পুলিশের স্বাভাবিক প্রক্রিয়া।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মারা যান গোয়ালন্দ পৌরসভার বাসিন্দা নুরাল হক ওরফে নুরাল পাগলা। পরে তার দরবারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলে ইমান আকিদা রক্ষা কমিটি। ৫ সেপ্টেম্বর সেখানে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুটি গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল