কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মো. খবির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি বিশাল ট্রেভ্যালি ফিশ। বৃহস্পতিবার সকালে গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি জালে আটকা পড়ে।
পরে শুক্রবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরের তহুরা মৎস্য আড়তে নিয়ে আসা হয়। নিলামের মাধ্যমে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি করেন খবির মাঝি।
মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রেভ্যালি ফিশ সুস্বাদু ও প্রোটিনসমৃদ্ধ। এর মাংসে কাঁটা কম থাকায় ভোজনরসিকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। স্থানীয়ভাবে মাছটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও পরিচিত। তবে এত বড় আকারের ট্রেভ্যালি সচরাচর ধরা পড়ে না।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলের জালে ধরা পড়া মাছটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় মাছ। এ ধরনের মাছ আকারে বেশ বড় হয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ জাতীয় মাছ বেশি বেশি ধরা পড়লে জেলেরা অর্থনৈতিকভাবে আরও বেশি লাভবান হবেন।
বিডি প্রতিদিন/আশিক