চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমন্ডী এলাকায় সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সীমা আক্তার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা আকতারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান।
বিডি প্রতিদিন/এএম