চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান। আহতরা হলেন-নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), সাগর (৩০) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)।
সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার ভোরে গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে বেড়াতে আসার পথে দুর্ঘটনার শিকার হন।
মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাফায়াত হোসেন বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) দুমড়ে মুচড়ে যায়৷ খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চালকের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন