স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। এর প্রভাব পড়েছে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দামে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম এক লাফে ২০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ৭০ হাজার টাকা করা হয়েছে। এর আগে এর দাম ছিল এক লাখ ৫০ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গতকাল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য এখন থেকে হবে এক লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া বাজারে থাকা ১১ প্রকারের স্মারক রৌপ্যমুদ্রার দামও বাড়ানো হয়েছে। ২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম ওজনের এসব ফাইন সিলভার মুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার ৫০০ টাকা।
বিডি প্রতিদিন/জুনাইদ