ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি-এর ২৩৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম নয় মাসে নিট মুনাফায় বছর-ওভার-বছর ভিত্তিতে ৬% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও কোম্পানির স্থিতিশীলতা ও কার্যক্ষমতার প্রতিফলন। একই সময়ে আমানত পোর্টফোলিও ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের তুলনায় ৪.২৫% বৃদ্ধি পেয়েছে এবং শেয়ার প্রতি আয় ছিল ০.২৩।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ইউনাইটেড ফাইন্যান্স সম্প্রতি চালু করেছে তাদের মোবাইল অ্যাপ ‘উমা’। এই অ্যাপটি আমানতকারীদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করে, যা এনবিএফআই খাতে গ্রাহক সম্পৃক্ততার কে আরও বিশ্বাসযোগ্য করেছে।
কৌশলগত সক্ষমতা আরও জোরদার করতে ইউনাইটেড ফাইন্যান্স আন্তর্জাতিক আর্থিক সংস্থার (আইএফসি) সঙ্গে অংশীদারিত্ব করেছে, যার মাধ্যমে এসএমই অর্থায়ন এবং সাশ্রয়ী আবাসন খাতে সক্ষমতা বৃদ্ধি করা হবে, এই দুটি ক্ষেত্র অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ বছর এনবিএফআই খাতের জন্য ব্যতিক্রম। গ্রাহকসেবায় আমাদের অটল মনোযোগ, সুশাসন এবং কর্মী উন্নয়নের মাধ্যমে আমরা বর্তমান বাজারের প্রতিকূলতা সফলভাবে মোকাবিলা করছি। আমরা একাধিক কৌশলগত উদ্যোগ গ্রহণ করছি এবং আত্মবিশ্বাসী যে এগুলো আগামী বছরে তাৎপর্যপূর্ণ ফলাফল দেবে।
বিডি প্রতিদিন/এমআই