মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির প্রাণশক্তি। তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, খেলাধুলা তরুণদের ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখায়। প্রযুক্তির নেশা থেকে বের করে এনে শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। প্রান্তিক ও অবহেলিত পরিবেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্যও খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি আশা প্রকাশ করেন, তরুণরা সকলে এগিয়ে আসবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে।
বিডি প্রতিদিন/হিমেল