তিন দফা দাবিতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিভাগীয় মহাসমাবেশ করেছে প্রকৌশলী শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে বিকেল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র, শিক্ষক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এই মহাসমাবেশে যোগ দেয় খুলনা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ খুলনার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কুয়েটের প্রকৌশলী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাহাতুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য তিন দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এখনো আমাদের দাবি আদায় হয়নি; এরই প্রেক্ষিতে খুলনায় বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ