এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে পরের রাউন্ডে যাওয়া কঠিন করে ফেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এখন জিততেই হবে। অবশ্য সেই ম্যাচের ভেন্যু আবুধাবিতে হওয়ার কারণে বাংলাদেশের কিছুটা সম্ভাবনা দেখছেন শোয়েব মালিক।
আবুধাবির উইকেটে পেসারদের জন্য কিছুটা সুবিধা থাকায় আফগানদের থেকে বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখছেন তিনি।
মালিক বলেন, এই গ্রুপে শ্রীলঙ্কার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওরা একটা খেলে ওটাই জিতেছে। হংকংয়ের সাথেও এগিয়ে থাকবে। আফগানিস্তানের সাথে ওদের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই গ্রুপে আসল ম্যাচ হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে। এই ম্যাচে যে জিতবে তার সুযোগ বেশি থাকবে।
তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জেতার যতটুকু সম্ভাবনা আছে সেটা আবুধাবিতেই। দুবাইতে আফগানিস্তান আরো শক্তিশালী হয়ে যায়। ওদের স্পিনাররা এমনিতেই ভালো, দুবাইতে ওরা আরও ভালো হয়ে যাবে। আবুধাবিতে সুইং বেশি, আর আফগানিস্তানের আরেক পেসার ওমরজাই অতো ফর্মেও নেই।
বাংলাদেশের শরীরী ভাষায়ও পরিবর্তন চান মালিক। দলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে অন্তত একজনকে রান তোলা উচিত বলে মনে করছেন তিনি।
মালিক বলেন, শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। মাঠে বাংলাদেশের শরীরী ভাষা বলতেই কিছু থাকে না। ম্যাচ জিতেন বা হারেন সেটা অন্য জিনিস, কিন্তু শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। আপনাদের বলতে হবে, আমরা খেলতে এসেছি এবং জিততে এসেছি।
তিনি বাংলাদেশের ব্যাটিং আরও ভালো হতে হবে। ওরা যদি ব্যাটিংয়ে ভালো করে তাহলে বোলিং দিয়ে ডিফেন্ড করতে পারবে। তবে এদের যে দুই ওপেনার তাদের মধ্যে অন্তত একজনকে রান করতে হবে যেন নিচের দিকের ব্যাটাররা স্বস্তিতে খেলে। লিটন, হৃদয়, জাকের, শামীম- এদের মোমেন্টাম দরকার।
বিডি প্রতিদিন/কেএ