গত সপ্তাহে কাতারের ওপর ইসরায়েলের 'বর্বর' হামলার কঠোর নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। এক জরুরি শীর্ষ সম্মেলন শুরুর আগে কাতারের সার্বভৌমত্ব রক্ষায় দোহার নেওয়া যেকোনো পদক্ষেপকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছে এই দেশগুলো।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি রবিবার এক বৈঠকে বলেন, আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধুপ্রতিম দেশগুলোকে ধন্যবাদ জানাই, যারা এই বর্বর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে।
তিনি আরও যোগ করেন, এই দেশগুলো আমাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যে বৈধ আইনি পদক্ষেপ নেব, সে বিষয়েও তারা আমাদের পাশে থাকার কথা বলেছে।
এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন-এর পররাষ্ট্রমন্ত্রীরা দোহার রাজ-কার্লটন হোটেলে জরুরি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার ইসরায়েলি হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর এই বৈঠক ডাকা হয়েছে। সেই হামলায় অল্পের জন্য বেঁচে যান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসা একটি প্রতিনিধি দল।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল