ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার মুখে ফিলিস্তিনি পরিবারগুলো দলে দলে গাজা সিটি ছেড়ে পালাচ্ছে। রবিবার, ইসরায়েলি সামরিক বাহিনী গাজার প্রধান এই শহরাঞ্চলে হামলা জোরদার করার পর এই দৃশ্য দেখা যায়। কেউ পিক-আপ ট্রাকে ঠাসাঠাসি করে, আবার কেউ পায়ে হেঁটে দক্ষিণে যাচ্ছে।
সংবাদ সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, বাবা-মা তাদের সন্তানদের কোলে নিয়েছেন, আর বয়স্করা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। হাতে ক্রাচ এবং হুইলচেয়ারে বসে থাকা মানুষও এই দীর্ঘ সারিতে দেখা গেছে, যারা ইসরায়েলি সামরিক নির্দেশ মেনে দক্ষিণে যাচ্ছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের জন্য একাধিকবার সরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে। কিন্তু অনেক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তারা উল্লেখ করেছেন, ইসরায়েল বারবার সেই দক্ষিণের এলাকাতেও হামলা চালিয়েছে, যেখানে তারা লোকজনকে যেতে বলছে।
গাজা সিটি থেকে এই গণ-পলায়নের দৃশ্য এমন এক সময়ে দেখা গেল যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে দেশটিতে পৌঁছেছেন। এর আগের সপ্তাহে কাতারে ইসরায়েলি হামলার ঘটনা ঘটলেও এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি-ভাষী মুখপাত্র আভিচায় আদরাঈ রবিবার গাজার বন্দর এলাকা এবং আল-রিমাল এলাকার বাসিন্দাদের অবিলম্বে দক্ষিণের একটি মানবিক অঞ্চলে চলে যেতে বলেন। তবে গাজাবাসীরা বলছেন, সেখানে নতুন করে তাঁবু খাটানোর মতো কোনো জায়গা আর অবশিষ্ট নেই।
বিডি প্রতিদিন/নাজমুল