জনপ্রিয় মডেল-অভিনেতা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। তিশা বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। শনিবার সকালে দেশে ফিরেছেন তিনি। সম্প্রতি ক্যাপিটাল ড্রামায় তার নতুন কাজ ‘ফান্দা’ অবমুক্ত হয়েছে। অন্যদিকে সম্প্রতি ক্যাপিটাল ড্রামার ‘খোয়াবনামা’য় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তৌসিফ মাহবুব। এর পরেই নেহাল চরিত্রে যুক্ত হয়েছেন কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভে’। এবার হালের ক্রেজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন দেশের ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের অ্যাম্বাসাডর হিসেবে। শনিবার বিকালে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই ‘সিগনেচার ইভেন্ট’। এদিন ব্র্যান্ডটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির ও পরিচালক তানজিনা আনোয়ার কবির। এদিকে তৌসিফ মাহবুব বলেন, ‘আমি নিজে ২০১৪ সাল থেকে স্টেপ ফুটওয়্যারের জুতা ব্যবহার করছি। তাই এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মান।’ তানজিন তিশা বলেন, ‘এটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এমন একটি অনন্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সত্যিই গর্বের বিষয়।’ এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় অ্যাড সাইন, সঙ্গে ছিল ফিহা মাল্টিমিডিয়া টিম।