চলতি বছরের প্রথম আট মাস জুড়ে চিনের বেকারত্বের হার স্থিতিশীল রয়েছে। সামান্য ওঠানামা লক্ষ্য করা গেলেও সামগ্রিকভাবে তা নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে দাবি করছে চীন। দেশটির ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (এনবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম আট মাসে শহরাঞ্চলে গড় বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ। তবে, শুধু আগস্ট মাসে এই হার সামান্য বেড়ে ৫.৩ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাই মাসের তুলনায় ০.১ শতাংশ বেশি।
সাংহাই ও বেইজিংয়ের মতো দেশের ৩১টি প্রধান শহরেও আগস্টে বেকারত্বের হার ছিল ৫.৩ শতাংশ। এটি জুলাইয়ের তুলনায় ০.১ শতাংশ বেশি হলেও গত বছরের আগস্ট মাসের তুলনায় ০.১ শতাংশ কম।
এনবিএস মুখপাত্র ফু লিংহুই জানান, আগস্টে বেকারত্বের হার মোটামুটি স্থিতিশীল ছিল। এই মাসে সামান্য বৃদ্ধির কারণ হলো বিপুল সংখ্যক নতুন কলেজ স্নাতকের কর্মসংস্থান বাজারে প্রবেশ।" তিনি আরও জানান, এই বছর চিনে কলেজ স্নাতকের সংখ্যা ছিল ১ কোটি ২২ লক্ষ ২০ হাজার। যা গত বছর ছিলো ১ কোটি ১৭ লক্ষ ৯০ হাজার।
ফু বলেন, বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন, বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর চাপ এবং কর্মসংস্থান বাজারের কাঠামোগত ভারসাম্যহীনতার কারণে দেশের কর্মসংস্থান স্থিতিশীল রাখা একটি চ্যালেঞ্জিং কাজ। তবে, দেশের অর্থনীতির স্থিতিশীল গতি, নতুন উদ্ভাবনী উৎপাদন শক্তির বৃদ্ধি এবং সরকারের সহায়ক নীতিগুলি কর্মসংস্থানকে সমর্থন করবে। তিনি আরও উল্লেখ করেন, কিছু নির্দিষ্ট শিল্পে শ্রম সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতার মতো সমস্যাগুলি এখনও বিদ্যমান।
এনবিএস মুখপাত্র আরও জানান, সরকার চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ এবং মানসম্পন্ন কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
সূত্র: চীনা ডেইলি
বিডি প্রতিদিন/নাজমুল