আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বুদ্ধির দেবতা বুধ, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দাম্পত্য কলহ বিবাদ দূর হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। কর্ম ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। আত্মীয়স্বজনের সঙ্গে সম্প্রীতি গড়ে উঠবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ক্যারিয়ার ব্যবসা ও আর্থিক দুশ্চিন্তা কাটবে। প্রাপ্তির খাতা পূর্ণ হয়ে উঠবে। ভাইবোন আত্মীয়-পরিজনের সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। লাইফস্টাইল বদলাবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। আর্থিক ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। গোটা পরিবারে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। দাম্পত্য কলহবিবাদ তীব্রতর হবে। ঘুষ উৎকোচসহ সব প্রকার দুই নম্বরি কাজ বর্জন করুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দিনটি স্মরণীয় ও আনন্দের। বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। জীবিকার ভিত মজবুত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। সপরিবারে কাছেপিঠে ভ্রমণের যোগ রয়েছে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সন্তানদের সফলতা চমকে দেবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। আয় উপার্জন কমায় সঞ্চয়ে হাত পড়বে। মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
প্রতিযোগিতায় জয়ী হবেন। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আসতে পারে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহবিবাদ মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়বে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। ধারকর্জ ঋণের বোঝা বাড়বে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা-মোকদ্দমায় জয়ী করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। জমিজমা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে। লৌকিকতা পরিহার করুন। মাতা ও কন্যাসন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে।