কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া ও মহেশখালী নিয়ে কক্সবাজার-২ আসনটি গঠিত। এই আসনে বিএনপির আলোচিত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপি থেকে মনোনয়ন প্রার্থিতায় এ আসনে নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, জেলা বিএনপির সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, আরেক সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিকের নামও শোনা যাচ্ছে।
এ ছাড়া এ আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন বর্তমান অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রনেতা এএইচএম হামিদুর রহমান আযাদ। অন্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-সদস্যসচিব ও কক্সবাজারের সমন্বয়ক এসএম সুজা উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ওবাইদুল কাদের নদভী, নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা শাখার নায়েবে আমির মাওলানা শওকত ওসমান কুতুবী, এবি পার্টির অ্যাডভোকেট এনামুল হক সিকদার।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৯৯১ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ সমর্থিত বাকশাল প্রার্থীর কাছে হাজার দেড়েক ভোটে হেরে যান জামায়াতে ইসলামীর প্রার্থী। ’৯৬ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী হন। এরপর থেকে জোটের প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এএইচএম হামিদুর রহমান আযাদ। এবারও তিনিই জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থী।