বঙ্গোপসাগরে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপের দক্ষিণ-পশ্চিমে টহল চলাকালে একটি কাঠের বোট শনাক্ত করে। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে জাহাজটি কাছে যায়।
নৌবাহিনীকে দেখে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটসহ ১১ জনকে আটক করা হয়।
বোট তল্লাশিতে পাওয়া যায় আলু ১৫ হাজার কেজি, রসুন ৭৫০ কেজি, ময়দা ২ হাজার ৫০০ কেজি, মসুর ডাল ২ হাজার ৫০০ কেজি, কোমল পানীয় ১৪ হাজার ৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, সঙ্গে মোবাইল ফোন, বাইনোকুলার, কম্পাস ও কারেন্ট জাল। আটক পাচারকারী ও মালামাল পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, জলদস্যুতা ও চোরাচালান প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ