চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা ও কেবি ফজলুল কাদের রোডে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৩০টি অবৈধ অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়। এসব দোকান ও ভ্যানগাড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল বলে জানা গেছে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, রাস্তা ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত এ ধরনের অভিযান চলবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/মুসা