চলতি শিক্ষাবর্ষের (২০২৫-২৬) একাদশ শ্রেণির ক্লাস গতকাল সারা দেশে একযোগে শুরু হয়েছে। এর আগে ভর্তি কার্যক্রমের সর্বশেষ দিন রবিবার নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি ফি পরিশোধের মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি ও ক্লাস শুরুর পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। সেই লক্ষ্য অনুযায়ী এবারও নির্ধারিত সময়সীমার মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বেশির ভাগ কলেজে গতকাল পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর কলেজগুলোতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।