জনতা ব্যাংক পিএলসি. ও এসএসএলের মধ্যে বিলার পেমেন্ট সার্ভিস চালু বিষয়ে চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের উপস্থিতিতে আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিস এবং এসএসএলের সিইও মো. ইফতেখার আলম ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
এ সময় জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম ও মো. আশরাফুল আলমসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং এসএসএল ওয়্যারলেস-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন তৌফিক উপস্থিত ছিলেন ।
এর মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক পিএলসি শীর্ষস্থানীয় ফিনটেক সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস-এর সঙ্গে অংশীদারিত্বে বিলার পেমেন্ট সার্ভিস চালু করেছে। এই সেবা জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং ই-জনতা মোবাইল অ্যাসের মাধ্যমে পাওয়া যাবে, যা গ্রাহকদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও সুবিধাজনক ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করবে।
উল্লেখ্য, এ সেবার মাধ্যমে জনতা ব্যাংকের গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোন ব্যবহার করে মোবাইল টপ-আপ, শিক্ষা ফি, আইএসপি বিল, বিদ্যুৎ বিল (আরইবি প্রিপেইড ও পিডিবি প্রিপেইড), বাস টিকিট ক্রয় এবং বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এটি দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ যৌথ উদ্যোগ বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গঠনের যাত্রাকে আরও শক্তিশালী করবে, যেখানে জনতা ব্যাংকের গ্রাহকরা পাবেন আর্থিক লেনদেনে অধিক সহজতা, নমনীয়তা ও নিরাপত্তা।
বিডি প্রতিদিন/কেএ