লালমনিরহাটে আলোচিত একাধিক ছিনতাই মামলার আসামি মো. মাসুদ রানাকে (১৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেটসহ বিভিন্ন মালামাল এবং লুট হওয়া নগদ অর্থের একটি অংশ উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চড়িতা বাড়ী গ্রামের বাসিন্দা মোঃ আঃ খালেকের ছেলে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাসুদ রানা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় একই কায়দায় ছিনতাই করে আসছিল। সম্প্রতি ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর আদিতমারী উপজেলার জামুরটারী এলাকায় এক নারীকে লক্ষ্য করে ছিনতাই সংঘটিত হয়। অভিযোগে বলা হয়, কালো হেলমেট পরা এক যুবক মোটরসাইকেল নিয়ে ভুক্তভোগীর পথরোধ করে হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ৩৮ হাজার ২০০ টাকা ও একটি স্মার্টফোন ছিল।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছে, সে লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার বিভিন্ন স্থানে একই কায়দায় একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে দুড়াকুট বাজার, মহেন্দ্রনগর, এয়ারপোর্ট রোড ও হাড়ীভাঙ্গা এলাকায়ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে।
অভিযানে ডিবি পুলিশ তিনটি মোটরসাইকেল, দুটি হেলমেট, একটি হাতঘড়ি, বিভিন্ন পোশাক, তিনটি অ্যান্ড্রয়েড ও তিনটি বাটন মোবাইল ফোন এবং ভুক্তভোগীর লুট হওয়া টাকার মধ্যে ২৮ হাজার ২০০ টাকা উদ্ধার করে।
লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ডিবির অভিযানে গ্রেফতার হওয়া দুর্ধর্ষ ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়ায় ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হবে। জেলার মানুষকে নিরাপদ রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম