চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু বলেছেন, এই দেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি কখনোই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি এবং অন্যায়ের কাছে মাথানত করেনি।
শুক্রবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ইউনুস সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট হাসিনা দিল্লি থেকে এবং জামায়াত দেশে থেকে এই ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা জানে, ব্যালট যুদ্ধে তাদের ভরাডুবি হবে। তাই পিআর পদ্ধতিসহ নানা শর্ত দিয়ে তালবাহানা করছে। বিএনপি গুপ্ত ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। জিয়া পরিবার দেশের দুঃসময়ে সবসময় জনগণের পাশে থেকেছে, কখনও বিচ্ছিন্ন হয়নি। কিন্তু আওয়ামী লীগ, জামায়াত কিংবা জাতীয় পার্টি একই সূত্রে গাঁথা। তারা বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইতিহাস তার সাক্ষ্য বহন করে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জাহেদুল হক, পটিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ ফরিদুল আলম, পৌরসভা বিএনপি নেতা ইদ্রিস পানু, বিএনপি নেতা এ্যাডভোকেট আবদুস সবুর, মুনছুর শরীফ, বেলাল হোসেন, মোঃ ইসহাক, সাইফুল ইসলাম খোকন, এস এম টুটুল, জাহাঙ্গীর আলম, মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, শাহানুর মিয়া, আবদুল আজিজ, জহির উদ্দিন তসলিম, আবু তাহের, জমির উদ্দিন আযাদ, দিদারুল আলম, শামীমুল হক প্রমুখ।
সমাবেশের আগে বর্ণাঢ্য র্যালি পটিয়ার ইদ্রপুল বাইপাস মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম-ককসবাজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল