রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত দুজন হলেন, অটোরিকশার চালক শহিদুল (৫০), ইমরান (৪৮)। আর আহত হয়েছেন রফিক (৫০) নামে এক ব্যক্তি।
ফায়ার সার্ভিস সদর দফতরের লিডার পবিত্র কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা খবর পান যে, যাত্রাবাড়ী থানা সংলগ্ন ফ্লাইওভারের ওপরে চিটাগং রোডের অংশে একটি অটোরিকশাতে পেছন থেকে বাস ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তারা আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এরপর দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি জানান, জানা গেছে ফ্লাইওভারের ওপরে সিএনজি অটোরিকশাটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানেই থামিয়ে মেরামত করার চেষ্টা করছিলেন চালক। তখনই পিছন থেকে বাসটি এসে ধাক্কা দেয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। আর আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
বিডি প্রতিদিন/কেএ