কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন- শাহ আলম (২৫) ও কেফায়েত উল্লাহ (২৩)। তারা নয়াপাড়া ক্যাম্প-২৬ এক্সটেনশন ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।
এপিবিএনের ১৬ নম্বর ব্যাটালিয়নের একটি মোবাইল টিম গতকাল ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকায় এ অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শুটারগান), পাঁচ রাউন্ড কার্তুজ ও রামদাসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, তারা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সশস্ত্র ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে।