আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে এবার মনোনয়ন প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জি কে গউছ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম ও ড্যাবের হবিগঞ্জ জেলা আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল। প্রার্থিতা নিয়ে ত্রিমুখী দৌড়ের বিপরীতে জামায়াতের একক প্রার্থী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ। এ আসনে অন্য দল থেকে প্রার্থী মনোনীত হয়েছেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মহিব উদ্দীন আহমদ সোহেল ও জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল।
দলীয় ও মাঠ পর্যায়ের তথ্যানুযায়ী, বিএনপি নেতা আলহাজ জি কে গউছ মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অন্যতম হেভিওয়েট প্রার্থী। তিনি দলীয় কার্যক্রমের পাশাপাশি নিয়মিতভাবে ব্যাপক প্রচার চালাচ্ছেন। কেন্দ্রীয় বিএনপির দায়িত্বে থাকায় সিলেট বিভাগে বিএনপির প্রতিটি সাংগঠনিক কার্যক্রমেও অংশ নিচ্ছেন। এ আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর বিপরীতে সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ এরই মধ্যে দলীয় কার্যক্রমের পাশাপাশি মাঠ গোছানোতেও এগিয়ে গেছেন। প্রচারে ব্যস্ত সময় পার করছেন তাঁর কর্মী-সমর্থকরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হবিগঞ্জের চার আসনের মধ্যে রাজনীতির কেন্দ্রবিন্দু এ ৩ নম্বর আসন। মূলত এখান থেকেই পরিচালিত হয় জেলার যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড। যে কারণে আসনটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করছে। একটা সময় একে জাতীয় পার্টির আসন মনে করা হতো। স্বাধীনতা পরবর্তী এ আসন থেকে এমপি হন প্রয়াত আবু লেইছ মো. মুবিন চৌধুরী। এরশাদের রাজনৈতিক পতন আর মুবিন চৌধুরী পার্টি বদল করে বিএনপিতে যোগদানের কারণে জাপার হাতছাড়া হয় আসনটি। এরপর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক অর্থমন্ত্রী (প্রয়াত) শাহ এ এম এস কিবরিয়ার হাত ধরে আসনটি চলে যায় আওয়ামী লীগের ঘরে। কিবরিয়ার মৃত্যুর পর ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার আসনটিতে এমপি হয়েছেন আওয়ামী লীগের আবু জাহির। ফলে আসনটি আওয়ামী লীগের ঘাঁটিতে রূপ নেয়। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর পাল্টে গেছে সব চিত্র। এখন দেখার বিষয়, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের পর এ আসনটির দখল নিতে পারে কোন দল?