গান, নৃত্য, আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারকে শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল বিকালে উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক শোকসভার আয়োজন করে। উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা প্রমুখ। শোকসভার শুরুতে যতীন সরকারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। অধ্যাপক যতীন সরকারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেন। এরপর যতীন সরকারের প্রিয় গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ ও ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহার’ পরিবেশন করেন উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা। ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন গেন্ডারিয়া শাখার শিল্পী তামান্না সিদ্দিকী নীলা।