রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত সেলিম প্রধানকে জামিন দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি এ আদেশ দেন। সেলিম প্রধানের আইনজীবী শহিদুল ইসলাম শিহাব জানান, আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। গত ৫ সেপ্টেম্বর রাতে গুলশানের বারিধারার ‘নেক্সাস ক্যাফে প্লেস’ রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে আটক করে পুলিশ। পরে গুলশান থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিমের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮-এর বিচারক মানিলন্ডারিং আইনে তাকে চার বছরের কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেন। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক আইনের মামলায় আরও চার বছরের কারাদন্ড দেন।