ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা মুনিয়া হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দিলীপ কুমার আগরওয়ালা ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। এ ছাড়া মুনিয়ার বড় বোনকেও গ্রেপ্তারের দাবি জানান তিনি। গতকাল সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি জানান ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মুনিয়া হত্যার মাস্টারমাইন্ড দিলীপ আগরওয়ালা এবং আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে যাবে। এ দুজনকে মুনিয়া হত্যার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।’ এ ছাড়া ওই ফেসবুক পোস্টে মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি বলেন, ‘সেই সঙ্গে মুনিয়ার বড় বোনকে সবার আগে গ্রেপ্তার করা প্রয়োজন। যিনি মুনিয়াকে অন্ধকার জগতে ঠেলে দিয়ে টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছিলেন।’ এদিকে মুনিয়ার বোনের চাঁদাবাজির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর ফলে বোনের মৃত্যুকে কেন্দ্র করে তার অপকর্মের মুখোশ দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে।