চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এতদিন আত্মহত্যা বলা হলেও আদালত নথি পর্যালোচনা করে হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছেন। গতকাল ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। এর আগে সিআইডি, জুডিশিয়াল, পিবিআই তদন্ত করে সালমান শাহর মৃত্যুর ঘটনাটিকে অপমৃত্যু বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।
বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন আদালত। এ বিষয়ে সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে।
আবিদ হাসান আরও জানান, সালমান শাহর মৃত্যুর পর তার বাবা কমর উদ্দিন রমনা মডেল থানায় অপমৃত্যুর মামলা করেন। পরের বছর তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি।