ভাত-ভোটের অধিকারের জন্য, বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এ দেশের মানুষ সংগ্রাম অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দলের একাংশের উদ্যোগে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আলাল বলেন, ‘বাংলাদেশের মানুষ লড়াই-যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসে হাজির হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের যুদ্ধ শেষ হচ্ছে না। ১৯৭১ সালে রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশে চলমান। কারণ এখনো ভাত-ভোটের অধিকারের জন্য, এখন পর্যন্ত বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এদেশের মানুষ সংগ্রাম অব্যাহত রেখেছে।’ জামায়াতে ইসলামীর নাম না দিয়ে দলটির ডাকা সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে আলাল বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, মুখে এক কথা এবং মনে আরেক কথা বলছে একটি রাজনৈতিক দল। কাজ করছে আরেক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে।’
যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী মানেই ইসলাম ধর্ম নয়। জামায়াতে ইসলামী পূজার সময়, পূজামন্ডপে গিয়ে গীতা পাঠ করে। জামায়াতে ইসলামী হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল। পরে আবার সেটা বাতিল করেছে। এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে। সেটা নিয়ে আরেক নোংরামি শুরু হয়েছে।’ জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘আদর্শের মতভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান, শুধু একটি ফুল নয়। এই ফুলের বাগান গড়ে তোলার জন্য আমরা দেশে আন্দোলন করেছি। আমাদের সঙ্গে অনেক বন্ধু সংগঠন ছিল। তারাও আন্দোলন করেছে। সবশেষে তরুণ বন্ধুরা, কিশোর বন্ধুরা, শ্রমজীবী মানুষ, বোনেরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা, মাদরাসার শিক্ষার্থীরাসহ সবাই মিলে রাস্তায় এসেছিল। যার ফলে আজকে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।’