বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালীর উদ্যোগে জেলা শহরের আইনজীবী ভবনের সামনে পৌর খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসেন বুলবুলসহ আরও অনেকে।
প্রতিযোগিতায় আইনজীবীদের অংশগ্রহণে শহীদ আবু সাঈদ বনাম শহীদ ওয়াসিম আকরাম দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ২-১ গোলে শহীদ আবু সাঈদ দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
বিডি প্রতিদিন/হিমেল