চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি হুংকার ছেড়েছিল ২০২৬ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের। কোচ ইউলিয়ান নাগেলসমানের সে কথাটার এক দিনও পেরোয়নি, তার দল হেরে বসেছে ফিফা র্যাঙ্কিংয়ের ৫২তম দল স্লোভাকিয়ার কাছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে স্লোভাকিয়ার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে তারা। আর এ হার তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযানে শুরুর দিকেই বড় ধাক্কা দিলো। এর আগে কোনোদিন বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে হারেনি জার্মানি।
স্লোভাকদের গোল দুটি করেন ডেভিড হাঙ্কো এবং ডেভিড স্ট্রিলিচ। ম্যাচে বল পজিশন বেশি রেখেও জয় আনতে পারেনি জার্মানি।
ম্যাচের শুরু থেকেই চাপে ছিল দুইদলের রক্ষণ। আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে দুইদলই। প্রথমার্ধের শেষদিকে বেশকিছু আক্রমণ চালায় জার্মানি, প্রতিপক্ষ গোললাইন ভেদ করতে পারেনি। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে প্রথম গোলের দেখা পায় ফিফা র্যাঙ্কিংয়ে ৫২তম দল স্লোভাকিয়া। স্ট্রিলিচের পাসে হাঙ্কোর বাঁ-পায়ের শটে এগিয়ে যায়।
বিরতি থেকে ফিরে সুবিধা করতে পারেনি জার্মানি। ম্যাচে ৭০ শতাংশ বল পায় রেখেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দিগুণ করে স্লোভাকিয়া। নরবের্ট গয়েম্বারের পাসে দলকে জয়েরবন্দরে নিয়ে যান স্ট্রিলিচ। দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার আগে আগে বেশ আক্রমণাত্মক খেলে নাগেলসম্যানের দল। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।
টানা দুই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া জার্মানি এবারও শুরুতেই ধাক্কা খেল। স্লোভাকিয়া পরের ম্যাচে খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। অন্যদিকে জার্মানির প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড।
বিডি প্রতিদিন/নাজিম