পিআর বাংলাদেশের ১৮ কোটি মানুষ বুঝে না। এসব বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগঞ্জ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমিনুর রশিদ ইয়াসিন বলেন, কুমিল্লা যখন কোন মিল ইন্ডাস্ট্রিজ ছিল না, হাজার হাজার যুবক বেকার ছিল তখন কুমিল্লায় রপ্তানিমুখী ব্যবসা প্রতিষ্ঠান করে এই সদর দক্ষিণ ও সদর উপজেলার মানুষের আর্থিক অবস্থার পরিবর্তনের সংগ্রাম করেছি।কয়েকবার দেশের সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক ও রৌপ্য পদক পেয়েছি।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী, সাবেক কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর দক্ষিণ পৌরসভার পৌর প্রশাসক নুরুল ইসলাম নুরুসহ সদর দক্ষিণ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/তানিয়া