সৌদি আরবে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে শপআপ-এর প্যারেন্ট কোম্পানি ‘সিল্ক’ চুক্তি স্বাক্ষর করেছে।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শপআপ-এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা হয়। মূলত সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে শপআপ বাংলাদেশ-এর সিইও আতাউর রহিম চৌধুরী বলেন, “উপসাগরীয় অঞ্চলের স্থানীয় বাজারে সরাসরি পণ্য পৌঁছানোর মাধ্যমেই বাংলাদেশি উৎপাদকরা সেখানে স্থায়ীভাবে ব্যবসার সুযোগ তৈরি করতে পারবে। এই চুক্তির মাধ্যমে এলিন ফুডস-এর পণ্য ভোক্তাদের কাছে আরও সহজে পৌঁছাবে এবং সেখানে স্থায়ীভাবে ব্র্যান্ডের বিকাশের পথ প্রশস্থ করবে বলে আমি মনে করি।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপআপ-এর সিইও আতাউর রহিম চৌধুরী, প্রেসিডেন্ট মামুন রশিদ, চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, জেনারেল ম্যানেজার শিশ মোহাম্মদ; এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড-এর চেয়ারম্যান ও এমডি ওমর ফারুক, ডিএমডি আব্দুল মাজেদ রনি, ডিরেক্টর আবু জাবের, সিওও মোহাম্মদ জালাল উদ্দিন এবং সিএইচআরও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শওকত আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন