বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শিমরাইল মোড়ের সৌদি বাংলা মার্কেটের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কাঁচপুর সেতু প্রদক্ষিণ শেষে পুনরায় শিমরাইল মোড়ে এসে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী হিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সহসম্পাদক ইসরাফিল হোসেন, ছাত্রদল নেতা রাসেল আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অংশগ্রহণে মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ছাত্রদলের এই আয়োজন মহাসড়কে ভিন্ন আমেজ সৃষ্টি করে।
বিডি প্রতিদিন/আশিক