চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শুক্রবার (৫ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শ্রী দয়াল দাসের ছেলে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও একই উপজেলার ডুগডুগি গ্রামের মো. সাহাদৎ ওরফে সাধুর ছেলে হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে শুভংকর ও হাফিজুলকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একাধিক স্মার্টফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনে ওয়ানএক্সবেট, রেডজ, মেলবেট, মোবক্যাশ, টেলিগ্রাম, বিন্যান্স, বিকাশ, সেলফিন, নগদ ও রকেট অ্যাপ্লিকেশন লগইন অবস্থায় পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সামসুদ্দোহা।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম