মোংলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের কেন্দ্রীয় বটতলা মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন, পৌর বটতলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি পান্না লাল দে, সহ-সভাপতি সুব্রত মজুমদার ও সাধারণ সম্পাদক তরুণ চন্দ।
সভায় সাধারণ সম্পাদক তরুণ চন্দ জানান, মোংলায় এবার ৩৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূর্বে স্বর্ণপট্টির ব্যবসায়ীরা আলাদা দুর্গাপূজার আয়োজন করলেও এবার সবাই মিলে বটতলা কেন্দ্রীয় মন্দিরে জাঁকজমকপূর্ণ শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। প্রস্তুতির প্রায় সবকিছু সম্পন্ন হয়েছে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলেও তিনি জানান।
তিনি স্থানীয় বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গতবারও দেশের অস্থির পরিস্থিতির মধ্যেও উপজেলা ও পৌর বিএনপির নেতারা দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নিরলস পরিশ্রম করেছেন। এবারের আয়োজনেও তারা পাশে রয়েছেন। ফলে সনাতন ধর্মাবলম্বীদের ভয়ের কোনো কারণ নেই।
বিডি প্রতিদিন/হিমেল