রাজধানীর কদমতলীতে মুক্তিপণ আদায়ের জন্য ১২ বছরের এক শিশুকে অপহরণ করা হয়। ১৭ ঘণ্টা টানা অভিযান চালিয়ে ওই শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাব-১০ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী। তিনি বলেন, ১ সেপ্টেম্বর বিকালে রাজধানীর কদমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকা থেকে ১২ বছর বয়সি মাদরাসা ছাত্র মাহাদী হাসান হুজাইফা নিখোঁজ হয়। ঘটনার পর তার পরিবার কদমতলী থানায় অবহিত করে। পরদিন মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত নম্বর থেকে ওই ছাত্রের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
পরিবার থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা পাঠানো হলেও শিশুটির জীবননাশের আশঙ্কায় পরিবার বিষয়টি র?্যাব-১০ এ জানায়। ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে র্যাব। পরবর্তী ১৭ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অবশেষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী রাজুকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের কর্মকর্তা হাসান আরও বলেন, রাজু অপহরণের পর শিশুটিকে একাধিকবার স্থান পরিবর্তন করে, যাতে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়। অপহরণের সময় সে শিশুটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখায়। এর মধ্যে মোবাইল গেম খেলার সুযোগ, চকলেট, খাবার ও বেড়াতে নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাস দিতে থাকে। এতে শিশুটি প্রথমে ভয় না পেয়ে স্বাভাবিক থাকে। কিন্তু পরে সে বুঝতে পারে তাকে আটকে রাখা হয়েছে এবং ভয় পেতে শুরু করে। অপহরণকারী শিশুটিকে মানসিক চাপে রাখে এবং পরিবারের কাছ থেকে আরও টাকা আদায়ের পরিকল্পনা করছিল। কিন্তু র্যাব কৌশলে শিশুটিকে উদ্ধারসহ রাজুকে গ্রেপ্তার করে।