কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী হতে চান কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল, অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও আশফাক আহমেদ জুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও পাকুন্দিয়ার তরুণ বিএনপি নেতা আহমেদ ফারুক খোকন। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, গণঅধিকার পরিষদের প্রার্থী পার্টির কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও খেলাফত মজলিসের মাওলানা তাফাজ্জুল হক রাশিদী। জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে প্রথম কাতারে ছিলাম। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, বিগত আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। এলাকায় প্রচারণা চালাচ্ছি। দল মনোনয়ন দিলে এ আসনটি বিএনপিকে উপহার দিতে পারব। জেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ জুন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে তৃণমূলে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। আশাকরি দল মূল্যায়ন করবে। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন বলেন, দলের সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছি। প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করি, দল আমার ত্যাগকে মূল্যায়ন করবে। কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, প্রচারণা চালিয়ে যাচ্ছি। দল মনোনয়ন দিলে জয়ী হতে পারব ইনশাআল্লাহ। পাকুন্দিয়ার বিএনপি নেতা আহমেদ ফারুক খোকন বলেন, তৃণমূলে কাজ করে যাচ্ছি। তারা আমার পক্ষে আছেন। আশা করি, দল আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবে। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, মানুষ পরিবর্তন চায়। দেশ ও জনগণের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ। গণঅধিকার পরিষদের প্রার্থী পার্টির কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, গণমানুষের দাবি আদায়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজীবন তাদের কল্যাণে কাজ করে যাব। খেলাফত মজলিসের মাওলানা তাফাজ্জুল হক রাশিদী বলেন, খেলাফত প্রতিষ্ঠায় কাজ করছি। দেশ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। এ আসনে বর্তমানে বিএনপি ছাড়া অন্য দলগুলোর তেমন শক্ত কোনো অবস্থান নেই। এরপরও কোনো কোনো দল তাদের প্রার্থীর ব্যক্তিগত ক্যারিশমার ধারণা থেকে জোর লড়াইয়ের প্রত্যাশা করছে।
শিরোনাম
- কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়ের রেকর্ড
- কেন্দ্রীয় কারাগারে বন্দি এক আসামির ঢামেকে মৃত্যু
- ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জার্মান দূতাবাসের
- সাত দিন পেছাল অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা
- ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বার্তা
- রাজধানীতে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই
- আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
- ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, যেভাবে জানবেন বৈধ কি না
- কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি
- লিগ কাপের শেষ আটে ম্যানসিটি, টটেনহ্যামের বিদায়
- মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ অক্টোবর)
- প্যালেসের কাছে হেরে লিগ কাপ থেকে লিভারপুলের বিদায়
- ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
- পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
- ‘আমি সুন্দর হবো’ কনসার্টে গাইবেন সায়ান
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
প্রকাশ:
০০:০০, শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০০:৫৪, শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫
/
নগর জীবন
ভোটের হাওয়া
বিএনপির ছয় প্রার্থী মাঠে জামায়াতের একক
সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর