সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ভাই এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। এ সময় তাঁর স্ত্রী সঙ্গে ছিলেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের এক সূত্র নিশ্চিত করেন। সূত্র জানান, আজাদ সিদ্দিকী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে গতকাল সকাল ১০টায় স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশনে এলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাঁকে ফেরত পাঠানো হয়। আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
তাঁর বড় ভাই লতিফ সিদ্দিকী বর্তমানে কারাগারে আছেন। গত সপ্তাহে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাঁকে।