পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ শুরু হবে। এদিন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর এক সপ্তাহ করে বিরতি দিয়ে অন্য দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’, ৩ এপ্রিল ‘বি’ এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। তবে আবেদন শুরুর তারিখ পরবর্তী সভায় নির্ধারণ হবে।
সভায় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।