বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১ নভেম্বর হওয়ার কথা। এ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন আনোয়ারুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমন অভিযোগ এনেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির একাধিক নেতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাবরে গত ২১ অক্টোবর এ অভিযোগ দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামাতো ভাই পরিচয়ে ভোটারদের কাছে নিজেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে উপস্থাপন করেছেন আনোয়ারুল ইসলাম। এতে সংগঠটির মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে।
শুধু তাই নয়, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশন তৈরিতে যে গ্যাসের প্রয়োজন হয় তা আমদানি করতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। পরিবেশ অধিদপ্তরেও তিনি বিএনপি মহাসচিবের নাম ভাঙিয়ে নিজের ও আত্মীয়ের নামে গ্যাসের একাধিক লাইসেন্স করিয়েছেন।
এ ছাড়া অভিযোগপত্রে মব সৃষ্টি করে বিভিন্ন ব্যক্তিকে হেনস্থা করার অভিযোগও আনা হয়। সেখানে বলা হয়, আনোয়ারুলের মতের বিরুদ্ধে হওয়ায় দেলোয়ার হোসেন নামে একজন সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছেন। অভিযোগপত্রে তার এসব কর্মকাণ্ডে বিএনপির সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করা হয়।
এ বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, যে অভিযোগ দেওয়া হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এসব অভিযোগের কোনো প্রমাণ অভিযোগকারীরা দিতে পারবেন না।