জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী দলীয় ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে। আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করছি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে পারলে ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করব।
গতকাল রাজধানীর বনানী ও গুলশান থানার নবগঠিত কমিটির অনুমোদন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাধারণ সম্পাদক এম এ হান্নানসহ মহানগর ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।