পারিবারিক কলহের জেরে খুলনায় ঘুমন্ত অবস্থায় ডলি বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের স্বামী নাজমুল হাসান মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মহানগরীর লবণচরার ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাজমুল পেশায় একজন সেন্টারিং মিস্ত্রি। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। ঘুমন্ত অবস্থায় ডলি বেগমের ওপর অতর্কিত হামলা চালান নাজমুল হাসান। ফল কাটা ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আরিফ নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে আটক করে পুলিশে দেন।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে চিৎকার শুনে তারা এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ডলি বেগমকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ততক্ষণে নাজমুল বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান। তৎক্ষণাৎ ডলিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানওয়ার হোসাইন মাসুম জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। পুলিশ নাজমুলকে গ্রেপ্তার করেছে। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার হয়েছে।