পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির মাথা ও শরীরে ক্ষত রয়েছে। বৃহস্পতিবার বিকালে সৈকতের চরগঙ্গামতী এলাকায় ডলফিনটি দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার (উপরা) সদস্যরা। পরে বন বিভাগ এবং কুয়াকাটা পৌরসভা সমন্বয় করে এটি মাটিচাপা দেয়। এ নিয়ে চলতি বছরে ৯টি মৃত ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে। উপরার আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘আমাদের একটি টিম ডলফিনটি দেখতে পায়। ডলফিনটি ইরাবতী প্রজাতির। এগুলো দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের উপকূলের কাছে নদীর মোহনায় দেখা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন-এসব ডলফিনের মৃত্যুর সঠিক কারণ বের করা হোক।’ বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘মৃত ডলফিন ভেসে আসা পুরোনো ঘটনা। সামুদ্রিক পরিবেশ রক্ষায় আমরা পিছিয়ে। ডলফিন ও সংরক্ষিত সামুদ্রিক প্রাণী রক্ষায় যত দিন সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে না আসবে, তত দিন এ সমস্যার সমাধান হবে না।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান জানান, দুর্গন্ধ যেন না ছড়ায় সেজন্য ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।