ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন (এফসিএসডিআই)-এর ডিন হিসেবে যোগ দিয়েছেন কম্পিউটার বিজ্ঞানী ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের পরিচিত মুখ অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।
তিনি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক ড. হোসেনকে স্বাগত জানান ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশিদ, ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ লুবাব রাহমান, এফসিএসডিআই-এর ফ্যাকাল্টি এইচ এম মোস্তাফিজুর রহমান, নিয়াজ মাখদুম এবং শিক্ষার্থী প্রতিনিধিরা।
শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে কয়েক দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে অধ্যাপক হোসেন বাংলাদেশে প্রযুক্তি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইউসিএসআই-তে যোগদানের পূর্বে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এফএসআইটি)-এর অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/নাজমুল