বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ গত অক্টোবর মাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। সদ্য সমাপ্ত মাসে প্রতিষ্ঠানটি ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার বেশি লেনদেন সম্পন্ন করেছে—যা ‘নগদ’-এর ইতিহাসে সর্বোচ্চ।
এই সাফল্যে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহককে অভিনন্দন জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।
যাত্রার শুরু থেকেই গ্রাহকবান্ধব মোবাইল আর্থিক সেবা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে ‘নগদ’। গ্রাহক সংখ্যা ও লেনদেনের ধারাবাহিক বৃদ্ধির অংশ হিসেবেই প্রতিষ্ঠানটি এবার নিজেদের আগের রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।
এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ‘নগদ’ একবার ৩৪ হাজার কোটি টাকার লেনদেন এবং ২০২৪ সালের জুনে ৩২ হাজার কোটি টাকার লেনদেন করেছিল।
অক্টোবর মাসে ‘নগদ’-এর রেকর্ড গড়ার পেছনে সরকারি ভাতা বিতরণ কার্যক্রম একটি বড় ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটি সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রায় ৭৯ লাখ মানুষের মধ্যে ভাতা বিতরণ করেছে। এ ছাড়া ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট এবং মোবাইল রিচার্জসহ বিভিন্ন লেনদেনও সামগ্রিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে।
এই নতুন মাইলফলক অর্জন উপলক্ষে নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বলেন, ‘সাফল্য কখনোই ঘটনাচক্রে আসে না। এটা সকলের যৌথ পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। তাছাড়া সবাই যখন একই লক্ষ্য ও একই মূল্যবোধ ধারণ করে কাজ করে তখন শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করাটাও সহজ হয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে নগদ আরও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। নগদের বর্তমান ব্যবস্থাপনা পরিষদের ওপরেও গ্রাহকদের আস্থা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। আর গ্রাহকদের আস্থার কারণেই বাড়ছে লেনদেন।’
অক্টোবর মাসে একদিনে সর্বাধিক লেনদেনের রেকর্ড হয় ১৫ অক্টোবর, যেদিন মোট ১ হাজার ৬৪৫ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়।
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সেবা হিসেবে যাত্রা শুরু করার পর থেকে একের পর এক উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের মাধ্যমে ‘নগদ’-এর গ্রাহক সংখ্যা দ্রুত বাড়ছে। এখনো প্রতিদিন অ্যাপের মাধ্যমে নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন এই ডিজিটাল সেবায়।
বিডি-প্রতিদিন/সুজন