বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে আইনগত দায়বদ্ধতার অংশ হিসেবে মোট ৮ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।
এর মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দিয়েছে ৮ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ১০০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড দিয়েছে ৪৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।
সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন (অব.) এবং সচিব এ. এইচ. এম. শফিকুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস খান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, লিগ্যাল ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি এস. ও. এম. রাশেদুল কাইউম এবং কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার।
অন্যদিকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে ইউনিলিভারের উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ