আধুনিক ও মানসম্মত খেলনার সমাহার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় যাত্রা শুরু করল দেশের প্রথম ‘টগি টয়স’ আউটলেট। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারের গ্রাউন্ড ফ্লোরে আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, টগি টয়সের চিফ অপারেটিং অফিসার মির্জা মুজাহিদুল ইসলাম, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, অপারেশন ইনচার্জ মো. নেছার উদ্দিন আহমেদসহ সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, আজকে টগি টয়সের শুভ উদ্বোধন হলো। আমাদের পরিকল্পনা হলো সারা দেশে এ ধরনের আউটলেট খোলা।
তিনি আরও বলেন, আপনারা জানেন বেশির ভাগ খেলনা আমদানির ওপর নির্ভরশীল। আমদানি করা বেশির ভাগ খেলনা আসে চীন ও ভারত থেকে। আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো বাংলাদেশে এ ধরনের কারখানা খোলা। এ শিল্পে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এবং ভবিষ্যতে রপ্তানি করব।
শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও আনন্দমুখর শৈশবের জন্য টগি টয়সের আউটলেটে থাকছে নানান ধরনের আকর্ষণীয় খেলনা। আউটলেটে পাওয়া যাবে আধুনিক ও আন্তর্জাতিক মানের খেলনার সমাহার, যা অভিভাবক ও শিশুদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।
টগি টয়স আউটলেটের ঠিকানা : এসবিজি হেডকোয়ার্টার, গ্রাউন্ড ফ্লোর, প্লট # ৮৪৪, রোড # ১২, ব্লক # আই, বসুন্ধরা আবাসিক এলাকা।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        