গাড়ি এখন শুধু বিলাস নয়, অনেকের জন্য এটা প্রয়োজন। প্রতিদিন অফিসে যাওয়া-আসা, বাচ্চাদের স্কুলে দিতে যাওয়া, কিংবা ঘুরতে যাওয়ার সময় আমরা গাড়ির ওপর ভরসা করি। কিন্তু রাস্তায় গাড়ি চালানো মানে কিছুটা ঝুঁকি থাকেই, যেমন দুর্ঘটনা, চুরি, প্রাকৃতিক দুর্যোগ বা হঠাৎ কোনো ক্ষতি। এই সব পরিস্থিতিতে সুরক্ষিত থাকার সবচেয়ে ভালো উপায় হলো একটি ভালো অটো ইন্স্যুরেন্স পলিসি নেওয়া।
তবে সমস্যা হলো, পলিসির ধরন, কভারেজ, প্রিমিয়াম এসব এতটাই বিভ্রান্তিকর যে সঠিকটা বেছে নেওয়া কঠিন হয়ে যায়। এই কারণেই www.acko.com-এর মতো তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে অটো ইন্স্যুরেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা করা যেতে পারে। এছাড়াও এই ব্লগে কীভাবে নিজের চাহিদা অনুযায়ী উপযুক্ত অটো ইন্স্যুরেন্স পলিসি বেছে নেবেন তা আলোচনা করা হবে।
সঠিক অটো ইন্সুরেন্স বেঁচে নেওয়ার কয়েক ধাপ
নিজের প্রয়োজন বোঝা
সঠিক অটো ইন্স্যুরেন্স বেছে নেওয়ার প্রথম ধাপ হলো নিজের চাহিদা বোঝা। অনেকেই ভাবেন, যেকোনো একটা পলিসি নিলেই হবে। কিন্তু বাস্তবতা হলো, সবার পরিস্থিতি একরকম নয়।
প্রথমে নিজেকে কিছু প্রশ্ন করুন:
আপনি কোন ধরনের গাড়ি ব্যবহার করেন? ব্যক্তিগত, নাকি বাণিজ্যিক কাজে (যেমন: ট্যাক্সি)?
আপনার গাড়িটি কত বছরের পুরনো?
প্রতিদিন কত কিলোমিটার চালানো হয়?
আপনি মূলত শহরের ভেতরে চালান, নাকি হাইওয়ে বা গ্রামের কাঁচা রাস্তায়ও যান?
আপনার এলাকায় গাড়ি চুরির প্রবণতা বেশি কি না?
যদি আপনি পুরনো গাড়ি ব্যবহার করেন, তাহলে হয়তো অতিরিক্ত কভারেজ দরকার নেই। কিন্তু নতুন গাড়ির ক্ষেত্রে মেরামতের খরচ অনেক বেশি হতে পারে, তাই ঠিকঠাক পলিসি দরকার হতে পারে। একজন নিয়মিত হাইওয়েতে যাত্রী পরিবহন করেন, তার ঝুঁকি অনেক বেশি। আবার যিনি শুধু ছুটির দিনে ড্রাইভে যান, তার ঝুঁকি কম। এই পার্থক্য বুঝে তবেই পলিসি বাছাই করা উচিত।
শুধু প্রিমিয়াম নয় কভারেজ দেখা উচিত
সঠিক অটো ইন্স্যুরেন্স পলিসি বেছে নিতে গেলে শুধু প্রিমিয়ামের পরিমাণ নয়, তার কভারেজ এবং সার্ভিসের মানও গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা কম প্রিমিয়ামের পলিসি দেখে আকৃষ্ট হই, কিন্তু পলিসির কভারেজ ও সুবিধাগুলোর দিকে নজর দেওয়া আরও দরকার।
ধরুন, আপনি একটি পলিসি নিচ্ছেন যা আপনার বাজেটের মধ্যে পড়ে। সেটি অবশ্যই ভালো, তবে আপনি যদি তার সাথে কিছু প্রয়োজনীয় কভারেজও পান, যেমন দুর্ঘটনায় ক্ষতিপূরণ, চুরি কভারেজ, বা জরুরি সময়ে সাহায্য, তাহলে সেটি আরও কার্যকর হয়ে ওঠে। তাই পলিসি নেওয়ার সময় এগুলো দেখে নিন:
আপনার বাজেটের সঙ্গে মানানসই কিনা ?
আপনার গাড়ির ঝুঁকি অনুযায়ী সঠিক পলিসি কোনটি?
কোম্পানির পরিষেবা দ্রুত ও সহজ কি না?
এভাবে আপনি প্রিমিয়াম ও কভারেজের মধ্যে একটি ভারসাম্য রেখে সঠিক অটো ইন্সুরেন্স বেঁচে নিতে পারবেন।
ইন্সুরেন্স এর ধরন
অনেকে জানেন না যে অটো ইন্স্যুরেন্সেরও বিভিন্ন ধরন রয়েছে। সাধারণভাবে দুটি প্রধান ধরনের পলিসি দেখা যায়:
থার্ড পার্টি ইন্সুরেন্স অর্থাৎ যদি গাড়িটি অন্যের হয় এবং ব্যক্তি বা সস্পত্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ইন্সুরেন্স সেটা কভার করেন।
কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স অর্থাৎ দুর্ঘটনা, চুরি, আগুন, প্রাকৃতিক দুর্যোগ, সবই এতে অন্তর্ভুক্ত। এর প্রিমিয়াম তুলনামূলকভাবে একটু বেশি হলেও, এটি অনেক বেশি নিশ্চিন্তি দেয়।
যাদের নতুন গাড়ি, নিয়মিত চালান এবং এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বা গাড়ি চুরির প্রবণতা বেশি তাদের জন্য কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স একদম সঠিক।
বিভিন্ন কোম্পানির পলিসির তুলনা
সঠিক অটো ইন্স্যুরেন্স বেছে নেওয়ার জন্য আর একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো বিভিন্ন কোম্পানির পলিসি একসঙ্গে বিশ্লেষণ করা। কারণ প্রতিটি ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম, কভারেজ এবং নীতিতে কিছু না কিছু পার্থক্য থাকে।
এখন অনেক সুবিধাজনক মাধ্যম আছে, যেগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন পলিসির তুলনা করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে সাধারণত প্রিমিয়াম রেট, গ্রাহক রেটিং এবং রিভিউ একসঙ্গে পাওয়া যায়। তুলনা করার মাধ্যমে আপনি নিজের জন্য এমন একটি ইন্স্যুরেন্স বেছে নিতে পারবেন, যেটি কেবল খরচ সাশ্রয়ী নয়, বরং প্রয়োজনের সময় নির্ভরযোগ্য সহায়তা দিতেও প্রস্তুত।
অতিরিক্ত সুবিধা যোগ করা
অতিরিক্ত সুবিধা (Add-ons) হলো এমন কিছু বাড়তি কভারেজ, যেগুলো আপনি আপনার মূল অটো ইন্স্যুরেন্স পলিসির সঙ্গে যোগ করতে পারেন। যদিও এসব সুবিধার জন্য কিছু বাড়তি টাকা দিতে হয়, তবে সেগুলো অনেক সময় খুবই কার্যকর হয়ে ওঠে।
জিরো ডিপ্রিশিয়েশন কভার, সাধারণভাবে ইন্স্যুরেন্স কোম্পানি গাড়ির যন্ত্রাংশের বয়স অনুযায়ী কিছু টাকা কেটে দেয়, কিন্তু এই কভার থাকলে তারা পুরো ক্ষতিপূরণ দেয়।
ইঞ্জিন প্রটেকশন কভার, বর্ষাকালে যদি গাড়ির ইঞ্জিনে জল ঢুকে ক্ষতি হয়, এই কভার সেটি মেরামতের খরচ বহন করে। অনেকেই জানেন না, সাধারণ কম্প্রেহেনসিভ পলিসিতে এসব কভার হয় না।
নো-ক্লেইম বোনাস (NCB), যদি আপনি এক বছর কোনো ক্লেইম না করেন, তাহলে পরের বছর প্রিমিয়ামে ছাড় পান। এই অ্যাড-অন থাকলে, আপনি ছোটখাটো ক্লেইম করলেও সেই ছাড় ধরে রাখতে পারবেন।
এই অ্যাড-অন সুবিধাগুলো আপনার ইন্স্যুরেন্স পলিসিকে আরও শক্তিশালী করে তোলে বিশেষ করে যদি আপনি নিয়মিত গাড়ি চালান, তাহলে এই অতিরিক্ত কভারেজগুলো আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে।
ক্লেইম প্রসেস কতটা সহজ
ইন্স্যুরেন্সের মূল লক্ষ্যই হলো, দুর্ঘটনার পর ক্ষতিপূরণ পাওয়া। কিন্তু অনেক সময় দেখা যায়, কোম্পানি ক্লেইম প্রসেসে এত জটিলতা তৈরি করে যে গ্রাহক বিরক্ত হয়ে যান।
কী বিষয়গুলো দেখা উচিত?
অনলাইন ক্লেইম সিস্টেম আছে কি না?
কোম্পানির ক্লেইম সেটেলমেন্ট রেট (CSR) কেমন?
কতদিনে ক্লেইম মঞ্জুর হয়?
প্রয়োজন হলে কি ২৪/৭ হেল্পলাইন আছে?
যতটা সম্ভব সহজ, ডিজিটাল ও কাগজপত্র কম এমন কোম্পানি বেছে নিন। প্রয়োজনে আগেই রিভিউ পড়ে নিন।
সঠিক IDV (Insured Declared Value) বেছে নিন
IDV অর্থাৎ গাড়ির বর্তমান বাজারমূল্য, যা আপনার ইন্স্যুরেন্স কভারেজ নির্ধারণ করে। অনেকেই প্রিমিয়াম কমাতে IDV কমিয়ে দেন, কিন্তু এতে দুর্ঘটনার সময় ক্ষতিপূরণও কমে যায়। আবার খুব বেশি IDV দিলে প্রিমিয়াম অযথা বেড়ে যায়। তাই এমন IDV ঠিক করুন, যা বাস্তবের কাছাকাছি এবং গাড়ির বয়স, অবস্থা ও বর্তমান বাজারদর অনুযায়ী যুক্তিসঙ্গত। সঠিক IDV আপনাকে যথাযথ কভারেজ ও প্রিমিয়ামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
পলিসি রিনিউ এর সময় বিবেচনা
পলিসি রিনিউ করার সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা দরকার। প্রথমেই দেখুন, কোম্পানি নতুন কোনো অফার দিচ্ছে কি না। অনেক সময় রিনিউয়ের সময় প্রিমিয়ামে ছাড় বা অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
এরপর নিশ্চিত হন যে আপনার নো-ক্লেইম বোনাস (NCB) ঠিকভাবে ট্রান্সফার হয়েছে কি না। এই ছাড় ভবিষ্যতের প্রিমিয়াম কমাতে সাহায্য করে। পুরোনো পলিসি রিনিউ না করে চাইলে নতুন কোম্পানিতে শিফট করতে পারেন। তবে সময়মতো রিনিউ না করলে Continuity Break হয়ে যেতে পারে, যা NCB হারানোর ঝুঁকি তৈরি করে।
সঠিক অটো ইন্স্যুরেন্স পলিসি নেওয়া শুধু আইন মানার বিষয় নয়, বরং এটি আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তায় দুর্ঘটনা, গাড়ি ক্ষতি বা চুরির মতো ঘটনা হঠাৎ করেই ঘটতে পারে। তাই আগে থেকেই যদি নিজের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পলিসি বেছে নেন, তাহলে ভবিষ্যতের অনেক বড় আর্থিক ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। সময়মতো সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের বড় ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারে।
বিডি প্রতিদিন/মুসা/বিজ্ঞাপন বার্তা